DELIVERY POLICY
যেকোনো পণ্য অর্ডার করার পর আপনার অর্ডারটি প্রসেস করার জন্য আমাদের কাছে আপনার অর্ডারটি আমাদের ওয়েবসাইটে এপ্রুভ করে দিতে হবে ।এপ্রুভ করার পর আমরা আপনার প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করব এবং ওই অর্ডারটি আমরা এক থেকে দুই দিনের মধ্যে শিপমেন্ট করে দিব। ঢাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিন সর্বোচ্চ 5 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় যদি আপনার কাস্টমার সঠিক সময়ে আমাদের রাইডারের ফোন রেসপন্স করে।ঢাকার মধ্যে আমরা আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নেব ৬০ টাকা এবং ঢাকার বাহিরে আমরা আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নেব ১২০ টাকা। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার কাস্টমার কাছ থেকে ডেলিভারি চার্জ কম অথবা বেশি নেন নিতে পারবেন। ডেলিভারি চার্জ কম নিলে আপনার প্রফিট থেকে টাকা মাইনাস হবে বেশি নিলে আপনার প্রফিটে টাকা এড হবে।